সৌদি বাদশাহ সালমানের আমন্ত্রণে পাঁচ দিনের সফরে শুক্রবার সৌদি আরব গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৌদি সফরে থাকায় এবার তাকে একটি রোজা বেশি রাখতে হচ্ছে।
সৌদি আরবে রোববার চাঁদ দেখা যাওয়ায় সোমবার থেকে সেখানে রোজা শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদিতে অবস্থান করার কারণে সোমবার রোজা রেখেছেন।
এদিকে বাংলাদেশে মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পরে মঙ্গলবার থেকে রোজা শুরু হয়েছে। তাই ঈদও তাদের একদিন পরেই হবে। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন আবার বাংলাদেশে ফিরে আসবেন তখন বাংলাদেশের মানুষের সঙ্গেই ঈদ করবেন।
প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে মঙ্গলবার। মঙ্গলবার বাংলাদেশে রমজান শুরু হয়েছে। এদিন বাংলাদেশীদের প্রথম রমজান হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য এটি দ্বিতীয় রমজান। সে অনুযায়ী ২৯ দিনে রমজান মাস হলে প্রধানমন্ত্রীকে থাকতে হবে ৩০ রোজা। আর ৩০ দিনে রমজান মাস হলে প্রধানমন্ত্রীর রাখতে হবে ৩১ রোজা। ধর্মীয় নিয়মে রয়েছে যখন যেখানে থাকবেন সেখানকার স্থানীয় সময় অনুযায়ী ধর্ম পালন করতে হবে।