বাবা কে নিয়ে মিরাজ আহমেদ নির্মাণ করলেন ‘F For Father’ সম্প্রতি চট্টগ্রামের বিভিন্ন লোকেশনে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির শুটিং শেষ হয়। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, আলী প্রয়াস, সুমা, মাহা, সাদলি, আরিফ, দোলা। ‘F For Father’-এ একজন সাধারাণ বাবাকে দেখা যাবে। উঠে আসবে একজন বাবা কিভাবে তার সন্তানের ইচ্ছা পূরণ করে আড়াল থেকে। চলচ্চিত্রের গল্প প্রসঙ্গে নির্মাতা মিরাজ বলেন, আপাতদৃষ্টিতে অনেকের কাছেই পিতৃ দিবস পালনের বিষয়টি খুব একটা গুরুত্ব পায় না। তাই বলে এ ধরনের দিবসগুলো একেবারেই যে অপ্রয়োজনীয়, তেমনটা কিন্তু মোটেও বলা যাবে না। সন্তানের জন্য বাবার ভালোবাসা অসীম।

তাছাড়া অনেক সন্তানই আছে, যারা পিতা দেখাশোনার প্রতি খুব একটা মনোযোগী নয়। ‘F For Father’ তাদের চোখের সামনের পর্দাটি খুলে ফেলে পিতা প্রতি তার দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিবে সমাজে পিতার যে গুরুত্ব তা আলাদাভাবে তুলে ধরাই আমার মূল উদ্দেশ্য। চিত্রগ্রহণে ছিলেন নোমান সায়েম আনকিত। হেহে প্রযোজনায় নির্মিত চলচ্চিত্রটি আসছে ১৯ জুন বাবা দিবসে অনলাইন মুক্তি পাবে।