ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল তেহরান পৌঁছেছেন। দু’দিনের সফরে তার সঙ্গে উঁচু পর্যায়ের একটি রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রতিনিধিদল রয়েছে।
বিগত ১৫ বছরের মধ্যে এই প্রথম ভারতের কোনো প্রধানমন্ত্রী ইরান সফর করছেন।ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানির আমন্ত্রণে তিনি সরকারি এ সফরে এসেছেন।
ইরান সফরের সময় নরেন্দ্র মোদি প্রেসিডেন্ট রুহানিসহ শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। এসব বৈঠকে পারস্পরিক স্বার্থ, দ্বিপক্ষীয় সহযোগিতা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি-স্থিতিশীলতা নিয়ে আলোচনা করবেন বলে জানা যায়।
তেহরানের উদ্দেশ্যে রওয়ানা দেয়ার আগে মোদি এক বার্তায় বলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনির সঙ্গে বৈঠক ইরান ও ভারতের মধ্যে কৌশলগত সহযোগিতা বাড়ানোর এক বিশেষ সুযোগ এনে দেবে।
তেহরানের ওপর থেকে পশ্চিমা অর্থনৈতিক নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর মোদির ইরান সফরকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এ সফরের সময় দু’পক্ষ অর্থনৈতিক, বিনিয়োগ, বাণিজ্য, পরিবহন, বন্দর উন্নয়ন এবং সাংস্কৃতিক, বৈজ্ঞানিক ও শিক্ষাবিষয়ক নানা চুক্তি করবে।