[english_date]

সংসদীয় কমিটির টিআইবির নিবন্ধন বাতিলের জন্য সুপারিশ

বুধবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে  জানান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি)  নিবন্ধন বাতিলের জন্য সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
তিনি বলেন, প্রচলিত আইনে আছে, সংসদ, সংবিধান ও রাষ্ট্র সম্পর্কে কেউ বিদ্বেষমূলক কথা বলতে পারবে না। কিন্তু টিআইবি সংসদকে ‘পুতুল নাচের নাট্যশালা’ বলেছে। তাদের ক্ষমা চাওয়ার জন্য তিনদিনের সময় দেওয়া হয়েছিল। কিন্তু তারা এখনও ভুল স্বীকার করেনি। তাদের এতোই অহমিকা যে, তারা সংসদের কাছে মাথা নত করবে না।
তাই ‘বৈদেশিক অনুদান ও স্বেচ্ছাসেবক বিল-২০১৫’ এর মধ্যে টিআইবি’র নিবন্ধন বাতিলের সুপারিশ সংযোজন করা হয়েছে।
এক প্রশ্নের জবাবে সুরঞ্জিত বলেন, টিআইবি’র নিবন্ধন বাতিল করতে কোনো বাধা নেই। আমরা সুপারিশ করেছি, এনজিও বিষয়ক ব্যুরো তাদের নিবন্ধন বাতিল করবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ