৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কট্টর ওবামা

নয়া মার্কিন ‘ক্লিন পাওয়ার প্ল্যান’ প্রকাশ্যে আনার আগে প্রেসিডেন্ট বারাক ওবামা সাফ জানিয়ে দিলেন, সবথেকে বড় পদক্ষেপ নিতে চলেছেন তিনি।

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় আজ নয়া পরিকল্পনা ঘোষণা করতে চলেছে হোয়াইট হাউজ। আগামী ১৫ বছরে গ্রিন হাউজ গ্যাসের পরিমাণ অন্তত ১৫ শতাংশ কমিয়ে আনার লক্ষ্যেই সোমবার পথ চলা শুরু করবে ‘ক্লিন পাওয়ার প্ল্যান’। নয়া পরিকল্পনাকে অত্যন্ত বৃহৎ আর গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে বর্ণনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

তিনি বলছেন, জলবায়ু পরিবর্তনকে মোকাবেলা করার জন্য এটিই  সবচেয়ে বড় পদক্ষেপ হতে চলেছে। আজ নতুন এই নীতি ঘোষণা করবেন বারাক ওবামা। পরিকল্পনা অনুযায়ী, পনেরো বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে গ্রিনহাউজ গ্যাস পনেরো শতাংশ কমিয়ে আনতে হবে। ফলে, বায়ু আর সৌরবিদ্যুত ছাড়াও অন্য বিকল্প জ্বালানির উপর গুরুত্ব দেওয়া হয়েছে ওই পরিকল্পনায়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ