বিপিএলের আজকের দ্বিতীয় খেলায় খুলনার দেওয়া ২১৯ রানের টার্গেটে ব্যাট করছে কুমিল্লা।
২১৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে কুমিল্লা প্রথম ওভারে আমিরের বোল্ড হয়ে ফিরে যান সাব্বির (০) রানে। এরপর থারাঙ্গা (৩২), ভ্যান জিল (১০), ম্যালান (৮) রানে আউট হয়ে গেলে চাপে পড়ে কুমিল্লা।
শেষ খবর হওয়া পযর্ন্ত কুমিল্লা সংগ্রহ ৭৪/৪ (১১.১) রান ক্রিসে আছে সরকার (৯) ও ইয়াসির (১০) নিয়ে।
এর আগে টসে হেরে মুশফিকের (৯৮*) ও মেহেদী হাসানের (৭৪ রির্টা:) এক অসাধারণ ইনিংসের উপর ভর করে ২০ ওভারে ২১৮/২ রান সংগ্রহ করেন খুলনা । শান্ত ৩, রুশো ২৪, নাজিবউল্লাহ ৭; ইফরান ৩-০-৩৮-১, আবু হায়দার ৪-০-৫৭-০, মুজিব ৪-০-১৮-১, সৌম্য ৪-০-৩০-০, সুমন ৩-০-৪০-০, ফন সিল ২-০-৩১-০)
দিনের ১ম খেলায় রংপুর রেঞ্জার্স ১১ রানে জয়ী হয়ে নিজেদের বিপিএল মিশন শেষ করল। অন্যদিকে জয় উপহার দিয়ে বিদায় জানাল শেন ওয়াটসনকে।
সংক্ষিপ্ত স্কোর:
রংপুর রেঞ্জার্স: ২০ ওভারে ১৪৯/৯ (ওয়াটসন ১০, নাঈম ১৭, দেলপোর্ত ৬, গ্রেগোরি ৪৬, আল আমিন ৩৫, জহুরুল ২৮, নাদিফ ২*, তাসকিন ০, মুস্তাফিজ ০, সানি ০; মেহেদি ৪-০-২৯-১, মাশরাফি ৪-০-১৭-১, ফাহিম ৩-০-৩২-০, শাদাব ৪-০-২৫-২, হাসান ২-০-২২-০, থিসারা ৩-০-২২-৩)।
ঢাকা প্লাটুন: ২০ ওভারে ১৩৮/৯ (এনামুল ৫, তামিম ৩৪, মেহেদি ২০, মুমিনুল ১৮, থিসারা ৮, শাদাব ১৬, আসিফ ১, আরিফুল ১, ফাহিম ৩, মাশরাফি ১২*, হাসান ০*; মুস্তাফিজ ৪-০-৩১-১, জুনাইদ ৪-০-২২-২, গ্রেগোরি ৪-০-২৫-১, তাসকিন ৪-০-২৫-২, সানি ৪-০-২৯-২)।
ফল: রংপুর রেঞ্জার্স ১১ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: লুইস গ্রেগোরি