উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে ঢাকায় আনা হচ্ছে আহত ইতালিয় নাগরিককে।
বুধবার সকাল সাড়ে আটটার দিকে মির্জাপুর বিআরটিসি বাস ডিপো এলাকায় তিনি গুলিবিদ্ধ হন। স্থানীয়রা উদ্ধার করে ডা. পিয়রোকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
পার্বতীপুর ল্যাম্প হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা এনোস সরেন বলেন, ‘ডা. পিয়রোর ঘাড়ে গুলি লেগেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হবে। এজন্য হেলিকপ্টারের ব্যবস্থা করা হচ্ছে।’
দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালের কর্তব্যরত সার্জিক্যাল বিভাগের প্রধান চিকিসক ডা. পার্থ সারথি রায় বলেন, পিয়রো পিচসের পেছন থেকে একটি গুলি গলার সামান্য অংশ ভেদ করে বেড়িয়ে গেছে।
পোস্টটি যতজন পড়েছেন : 266