আম্পায়ার আউট ঘোষণার পরে রেগে ব্যাট দিয়ে স্টাম্প ভাঙেন, করেন ভ্রুকুটি। সাজঘরে ফেরার সময়ে দর্শকদেরও এক হাত নিয়েছেন তিনি। আর ম্যাচ শেষে তো সোজা আম্পায়ারিং নিয়ে আঙুল তুলে দিলেন। এমন ঘটনার পরে ম্যাচ ফি’র ৭৫ শতাংশ জরিমানা দিয়েই রেহাই পাচ্ছেন ভারতের নারী ক্রিকেট দলের অধিনায়ক হারমানপ্রীত কর। বিষয়টি তার জন্য তো স্বস্তিরই বলা চলে!
রোববার (২৩ জুলাই) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা হারমানপ্রীত করের শাস্তির বিষয়টি গণমাধ্যমকে জানান। তিনি বলেন, ভারতীয় অধিনায়ক দ্বিতীয় স্তরের অপরাধের জন্য শাস্তি পেয়েছেন।
ম্যাচ চলাকালীন ব্যাট দিয়ে স্টাম্প ভাঙার অপরাধে হারমানপ্রীতকে ম্যাচ ফি’র ৫০ শতাংশ এবং ম্যাচ শেষে আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তোলায় ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সবমিলিয়ে ম্যাচ ফি’র ৭৫ শতাংশ অর্থ জরিমানা হিসেবে দিতে হবে।
আন্তর্জাতিক ওয়ানডে খেলার জন্য ভারতের নারী ক্রিকেটাররা ৬ লাখ রুপি বেতন পান। যার ৭৫ শতাংশ হিসেব করলে দাঁড়ায় সাড়ে চার লাখ রুপি। এই অর্থ জরিমানা হিসেবে কাটবে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। বাংলাদেশি মুদ্রায় যা ৫ লাখ ৯৫ হাজার টাকার বেশি।
এছাড়া হারমানপ্রীতের নামের পাশে ৩টি ডিমেরিট পয়েন্টও যোগ করা হয়েছে বলে জানা গেছে। তবে এখনও শাস্তির বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায়নি আইসিসি। ধারণা করা হচ্ছে, শীঘ্রই ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা থেকে হারমানপ্রীতের শাস্তির বিষয়টি জানানো হবে।
প্রসঙ্গত, শনিবার (২২ জুলাই) তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে টাই করে ভারত। ম্যাচটিতে হারমানপ্রীতকে আউট ঘোষণা করা হলে তিনি সেটি মেনে নিতে পারেননি। স্টাম্প ভাঙাসহ ক্ষোভ প্রকাশ করতে করতে মাঠ ছাড়েন। আর ম্যাচ শেষে আম্পায়ারিং নিয়ে তির্যক মন্তব্য করেন, যা আন্তর্জাতিক ক্রিকেটে বিরল ঘটনা।