[english_date]

‘যুক্তির শাণিত ধারে ছিন্ন হোক আঁধার”শ্লোগানে ঝিনাইদহে বিতর্ক উৎসবের কোয়ার্টার ও সেমিফাইনাল অনুষ্ঠিত

জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ
‘যুক্তির শাণিত ধারে ছিন্ন হোক আঁধার” এ শ্লোগানে ঝিনাইদহ জেলা বিতর্ক উৎসবের কোয়ার্টার ও সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ঝিনাইদহ সরকারি বালক বিদ্যালয় মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আছাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, সরকারি বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে উপজেলা পর্যায়ের বির্তক প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে ৩ টি গ্রুপের কোয়ার্টার ও সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও ঝিনাইদহ ডিবেটিং সোসাইটির আয়োজনে গত ১১ অক্টোবর জেলা ব্যাপী এ উৎসবের উদ্বোধন করা হয়। এ উৎসবের নিউজ পার্টনার রয়েছে সময় সংবাদ ও দৈনিক বর্ণিক বার্তা। অনুষ্ঠান সার্বিক তত্বাবধান করেন ঝিনাইদহ ডিবেটিং সোসাইটির সভাপতি সাকিব মোহাম্মদ আল হাসান।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ