[english_date]

ভারী বৃষ্টির মধ্যেই কাবা শরীফে প্রার্থনা

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে ভারী বৃষ্টি হয়েছে। গত কয়েকদিন ধরেই এই বৃষ্টি হচ্ছে। এতে ডুবে গেছে রাস্তা। বৃষ্টি হয়েছে কাবা শরীফেও। ওই সময় সেখানে প্রার্থনায় ছিলেন হাজারো মানুষ। বৃষ্টির মধ্যেই দোয়া করতে দেখা যায় তাদের। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিও।
সংবাদমাধ্যম গালফ নিউজ বলছে, জানমালের নিরাপত্তার জন্য এরই মধ্যে মক্কা নগরীর কর্তৃপক্ষ বিভিন্ন জায়গায় জরুরী প্রটোকলের ব্যবস্থা করেছে।

মক্কায় বৃষ্টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তীর্থযাত্রীরা কাবা শরীফকে প্রদক্ষিণ করার সময় আকাশের দিকে হাত তুলে ক্ষমা প্রার্থনা করেন। ওই সময় হঠাৎ বৃষ্টি শুরু হয়, যা একটি অত্যাশ্চর্য দৃশ্যের সৃষ্টি করে। বৃষ্টির মধ্যেই প্রার্থনা করতে দেখা যায় তাদের।
এই ধরনের আবহাওয়া পরিস্থিতির জন্য আগে থেকেই বেসামরিক প্রতিরক্ষা দলগুলো সক্রিয়। এবার তাদের গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়েছে।
মক্কার কিছু এলাকায় বেশ বৃষ্টির পানি জমেছে, পৌরসভার স্টাফদেরকে যত তাড়াতাড়ি সম্ভব নিষ্কাশন ও স্বাভাবিক অবস্থা পুনরুদ্ধার করতে ভারী যন্ত্রপাতি ও ফিল্ড পাম্প ব্যবহার করতে বলা হয়েছে।
ট্রাফিক ও নিরাপত্তা টহল রাস্তায় ও পাবলিক স্কয়ারে তাদের উপস্থিতি জোরদার করা হয়েছে। এ ছাড়া ট্রাফিক প্রবাহ পরিচালনা ও বৃষ্টিপাতের কারণে পানিতে ঢাকা রাস্তা এবং সম্ভাব্য স্কিডিংয়ের মতো বিপদ সম্পর্কে চালকদের সতর্ক করা হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ