[english_date]

ভারতে নারী সাংবাদিক গৌরি লাঙ্কেশকে গুলি করে হত্যা

ভারতে হিন্দু জাতীয়তাবাদের কড়া সমালোচক ও বহুল আলোচিত বামপন্থি নারী সাংবাদিক গৌরি লাঙ্কেশকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুর দক্ষিণ-পশ্চিমের রাজারাজেশ্বরী নগর এলাকায় নিজ বাসার সামনে গুলি করে হত্যা করা হয় তাকে। তবে হত্যার কারণ এখনো পরিষ্কার হওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাত ৭টা ৪৫ মিনিট থেকে ৮টার মধ্যে গৌরি লাঙ্কেশকে গুলি করা হয়। ওই সময় তিনি কাজ শেষে বাড়ি ফিরছিলেন। তার মাথায় ও বুকে গুলি লাগে। ঘটনাস্থলে নিহত হন তিনি।

‘গৌরি লাঙ্কেশ পত্রিকে’ নামে একটি সাপ্তাহিক ট্যাবলয়েড পত্রিকার সম্পাদক ছিলেন ৫৫ বছর বয়সি গৌরি লাঙ্কেশ। কট্টর হিন্দুত্ববাদের বিরুদ্ধে তার কলম ছিল সবসময় সোচ্চার।

মঙ্গলবার বাসার সামনে গাড়ি পার্ক করে প্রধান ফটক দিয়ে প্রবেশের জন্য হেঁটে যাওয়ার সময় তিন বন্দুকধারী তার ওপর হামলা চালায়। তারা মোটরসাইকেলে এসেছিল। তিনি দৌড়ে বাসায় যাওয়ার চেষ্টা করেন। ততক্ষণে ঘাতকদের ছোঁড়া গুলিতে বিদ্ধ হয় তার মাথা, বুক ও গলা। কমপক্ষে সাত রাউন্ড গুলি ছোঁড়ে অজ্ঞাত বন্দুকধারীরা। চারটি গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে দেয়ালে লাগে। ঘটনাস্থলে মৃত্যুর কোলে ঢলে পড়েন গৌরি লাঙ্কেশ।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বন্দুকধারীরা হয়তো তাকে অনুসরণ করছিল। তবে প্রকৃত ঘটনা উদ্ধারের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, অধিকারকর্মীরা জানিয়েছেন, ভারতে সাংবাদিকদের বিরুদ্ধে গোঁড়া হিন্দু জাতীয়তাবাদীদের হামলার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। এই গোষ্ঠীর বিরুদ্ধে ‘অকুতোভয় ও নির্ভিক’ সাংবাদিক হিসেবে পরিচিত ছিলেন গৌরি লাঙ্কেশ।

গত বছর একটি মানহানি মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন গৌরি লাঙ্কেশ। তবে রায়ের বিরুদ্ধে তিনি আপিল করেছিলেন।

এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াহ। এ ঘটনাকে ‘গণতন্ত্রের হত্যা’ বলে অভিহিত করেছেন তিনি।

বামঘরানার কবি ও লেখক পি লাঙ্কেশের মেয়ে ও পুরস্কারজয়ী চলচ্চিত্র নির্মাতা কবিতা লাঙ্কেশের বোন হলেন গৌরি লাঙ্কেশ। বাবার প্রতিষ্ঠিত পত্রিকা চালাতেন তিনি। ক্ষমতাসীন ভারতীয় জনতার পার্টির (বিজেপি) স্থানীয় এক নেতার কর্মকাণ্ড নিয়ে গত বছর প্রতিবেদন প্রকাশ করায় তার বিরুদ্ধে মানহানির মামলা করেন ওই নেতা। মামলায় তার ছয় মাসের কারাদণ্ড হয় কিন্তু জামিনে মুক্তি পান তিনি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ