[english_date]

সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিদেশি হত্যার রহস্য উদঘাটনে কাজ চলছে

সরকার সর্বোচ্চ প্রাধান্য দিয়ে বিদেশি নাগরিক হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার সকালে গাজীপুরের শফিপুরে আনসার একাডেমীতে ৩৩তম বিসিএসের আনসার কর্মকর্তাদের প্রশিক্ষণ ও কুচকাওয়াজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এসময় তিনি বলেন, কারাগারে প্রায় এক হাজার অবৈধ বিদেশি নাগরিকের শাস্তির মেয়াদ শেষ হলেও তারা নিজ দেশে ফিরে যাচ্ছেন না।

তিনি বলেন, ‘আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিদেশি হত্যার রহস্য উদঘাটনে কাজ করছি। আমাদের সর্বস্তরের নিরাপত্তা বাহিনী এ ব্যাপারে কাজ করছে।’

দেশে কতজন বিদেশি নাগরিক অবৈধভাবে আছেন জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অবৈধভাবে বসবাসকারী বিদেশি নাগরিকদের সঠিক তালিকা সরকারের কাছে নেই। তবে দেশে প্রায় দুই লাখ ১৪ হাজার ৭০০ বিদেশি নাগরিক বিভিন্ন পেশায় কাজ করছেন। অনেকে শিক্ষারত আছেন। এ ছাড়া দেশের কারাগারে প্রায় এক হাজার বিদেশি রয়েছেন। সাজার মেয়াদ শেষ হলেও তারা বাড়ি যাচ্ছে না। এ ব্যাপারে সংশ্লিষ্ট দেশের রাষ্ট্রদূতদের জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না।’

এর আগে তিনি সেখানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৩ তম বিসিএস (আনসার) কর্মকর্তাদের মৌলিক প্রশিক্ষণ ও মাস্টার্স ইন হিউম্যান সিকিউরিটি (এমএইচএস) প্রোগ্রামের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ নেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ