প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফ্রান্স সফর বাতিল। ইউনেসকোর সাধারণ সম্মেলনে যোগ দিতে আগামীকাল সোমবার ফ্রান্সের রাজধানী প্যারিসে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার। প্যারিসে সন্ত্রাসী হামলার পর সফর অপরিবর্তিত থাকবে জানানো হলেও রবিবার সরকারের উচ্চ পর্যায়ের সূত্র সফর বাতিলের কথা নিশ্চিত করেছে।
এই সফরের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের বৈঠকেরও কথা ছিল।
জানা যায়, প্রধানমন্ত্রীর প্যারিস সফর বাতিলের সিদ্ধান্ত আজ রবিবার দুপুরে নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, শুক্রবার রাতে ফ্রান্সের রাজধানী প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলায় শতাধিক লোকের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী।
পোস্টটি যতজন পড়েছেন : 153