নিরাপত্তাজনিত কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধে সামাজিক যোগাযোগের চারটি মাধ্যম ফেসবুক, ম্যাসেঞ্জার, ভাইবার ও হোয়াটসঅ্যাপ বন্ধ করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
বিটিআরসির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশনার বিষয়টি নিশ্চিত করেছেন। নিরাপত্তা জনিত কারণে আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে বিটিআরসি এ নির্দেশনা জারি করেছেন। প্রাথমিক ভাবে মৌখিকভাবে নির্দেশনা দেয়া হলেও পরবর্তীতে লিখিতভাবে নির্দেশনা দেয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধের এ নির্দেশনা বলবৎ থাকবে।
এর আগে বিএনপির অবরোধ কর্মসূচীর সময়ও পাঁচটি সামাজিক যোগাযোগ মাধ্যমকে নিরাপত্তার কারণ দেখিয়ে বন্ধ করে দেয়া হয়।
পোস্টটি যতজন পড়েছেন : 238