[english_date]

নারী কনস্টেবলের গুলিতে এএসআই আহত

বুধবার সকাল নয়টার দিকে নীলফামারী জেলা ও দায়রা জজ আদালত চত্বরে দায়িত্ব পালনের সময় নারী কনস্টেবলের শর্টগানের গুলিতে আমিনুর রহমান(৪০) নামে পুলিশের একজন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) গুলিবিদ্ধ হয়েছেন।

আদালতের প্রধান ফটকে অবস্থিত নিরাপত্তা ছাউনিতে ওই ঘটনা ঘটে। নীলফামারী হাসপাতালে গুলিবিদ্ধ আমিনুরের ডান পা থেকে ১টি রাবার বুলেটের ৬টি শিশা বের করা হলেও আরো একটি শিশা ভেতরে থাকায় অস্ত্রপচারের জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ সুপারের কার্যালয় সূত্র জানায়, আদালত চত্বরে দায়িত্ব পালনকালে নারী পুলিশ কনস্টেবল(নং-১৪৬) তানজিনা আক্তার তার কাছে থাকা শর্টগান লোড করার সময় ১টি রাবার বুলেট বের হয়ে পাশে থাকা এএসআই(সশস্ত্র) আমিনুর রহমানের ডান পায়ে গিয়ে বিদ্ধ হয়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।
নীলফামারী আধুনিক সদর হাসপাতালের মেডিক্যাল কর্মকর্তা(এমও) ডা. আব্দুল আউয়াল বলেন, গুলিবিদ্ধ পুলিশ সদস্যের ডান পায়ের হাটুর নিচ থেকে রাবার বুলেটের ৬টি শিশা বের করা হয়েছে। কিন্তু এক্সরে করে দেখা গেছে ভেতরে আরো একটি শিশা রয়েছে। যার কারণে তাকে অস্ত্রপচারের জন্য রংপুরে রেফার্ড করা হয়।
নীলফামারী পুলিশ লাইনের রিজার্ভ ইন্সপেক্টর আব্দুর রহিম জানান, গুলিবিদ্ধ আমিনুর রহমানের নেতৃত্বে নারী পুলিশ সদস্যসহ চারজন সেখানে দায়িত্ব পালন করছিলেন। ঘটনার সময় নারী কনস্টেবলের হাতে থাকা শর্টগান থেকে অসাবধানতাবশত রাবার বুলেট বের হয়ে যাওয়ায় গুলিবিদ্ধ হন তিনি। এ ঘটনায় ঐ নারী পুলিশ কনস্টেবলকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ