বলিউড তারকা সালমান খান মানেই যেন পেশির ঝলক। অ্যাকশন বা রোমান্টিক চলচ্চিত্র সবখানেই মানিয়ে যায় সালমানের পেশি ও সুঠাম দেহ। ‘টাইগার জিন্দা হ্যায় চলচ্চিত্রেও এর ব্যতিক্রম হচ্ছে না বরং আগের চেয়ে আরো সুগঠিত পেশি নিয়ে ফিরছেন সালমান।
জি নিউজের খবরে জানা যায়, নিজের টুইটার অ্যাকাউন্টে অস্ত্রসহ সালমানের পেশিবহুল হাতের একটি ছবি শেয়ার করেছেন পরিচালক আলী আব্বাস জাফর। ছবিটির ক্যাপশনে আলী আব্বাস জাফর লিখেছেন, ‘উত্তাপ, অস্ত্র এবং গনগনে আগুন। আশা করছি, ডিসেম্বরটা উষ্ণতায় কাটবে।’
ধারণা করা হচ্ছে, এ উষ্ণতা ছড়াবে ‘টাইগার জিন্দা হ্যায়’ চলচ্চিত্রের বিভিন্ন অ্যাকশনদৃশ্যে। কারণ প্রতিটি অ্যাকশনদৃশ্যের স্টান্ট পরিচালনার দায়িত্বে ছিলেন হলিউডের স্টান্ট মাস্টার টম স্ট্রুদারস। ছবিতে শুধু সালমানই নয়, ক্যাটরিনা কাইফকেও দেখা যাবে স্টান্ট দৃশ্যে।
অস্ট্রিয়া ও মরক্কোতে শুটিংয়ের পর ‘টাইগার জিন্দা হ্যায়’ চলচ্চিত্রের গোটা টিম এখন আবুধাবিতে রয়েছে। সম্প্রতি সেখানে গিয়েছেন সালমান খানও।যশরাজ ফিল্মসের ব্যানারে নির্মাণ করা হচ্ছে ‘টাইগার জিন্দা হ্যায়’। জাফরের পরিচালনায় এটি সালমানের দ্বিতীয় চলচ্চিত্র। এর আগে ‘সুলতান’ ছবিটিও পরিচালনা করেছিলেন জাফর। ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির মাধ্যমে দীর্ঘ পাঁচ বছর পর আবার একসঙ্গে পর্দায় অভিনয় করতে যাচ্ছেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ।
২০১২ সালে মুক্তি পাওয়া ব্লকবাস্টার হিট ছবি ‘এক থা টাইগার’-এর কাহিনী যেখানে শেষ হয়েছে, সেখান থেকেই শুরু হবে ‘টাইগার জিন্দা হ্যায়’ চলচ্চিত্রের কাহিনী। বড়দিনকে সামনে রেখে চলতি বছরের ২২ ডিসেম্বর চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।