[english_date]

কুকুর পরিচালনা শিখতে ইতালি যাচ্ছেন পুলিশ কর্তারা

কুকুর পরিচালনার প্রশিক্ষণ নিতে বিদেশ যাচ্ছে পুলিশের একটি দল। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি সরকারি আদেশ (জিও) জারি করেছে।

ওই জিও থেকে জানা গেছে, কুকুর ব্যবস্থাপনা, হ্যান্ডলিং ও প্রশিক্ষণের জন্য ১৪ দিনের জন্য ইতালি যাচ্ছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী কমিশনার ওবাইন, সহকারী পুলিশ সুপার (এএসপি) এম রাকিবুল হাসান ভুঁইয়া, ডিএমপির নায়েক মো. সালাউদ্দিন প্রধান, কনস্টেবল মজুবুর রহমান ও সুজয় মহন্তা জয়। দলটি ১৪ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত ইতালিতে অবস্থান করবেন।

 

এদিকে পুলিশ সদর দপ্তর ও ডিএমপিতে খোঁজ নিয়ে দলটে ইতালি গেছে কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

 

জানা গেছে, তামাম করপোরেশন পুলিশের ডগ স্কোয়াডের জন্য ইতালি থেকে ১০টি কুকুর কেনার দরপত্রে কার্যাদেশ পেয়েছে। মূলত এই কুকুরগুলো পরিচালনায় প্রশিক্ষণ নিতেই ইতালি যাওয়ার কথা দলটির। শর্ত অনুযায়ী সব খরচ বহন করবে সরবরাহকারী প্রতিষ্ঠান। ৯ হাজার ৭২ মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় ১১ লাখ টাকা দরে কেনা হচ্ছে এসব কুকুর।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ