[english_date]

কাশ্মীরে পাকিস্তানি রেঞ্জার্সের গুলিতে ৩ ভারতীয় সেনা নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের কেরি সেক্টরে পাকিস্তানি রেঞ্জার্সের গুলিতে ভারতীয় এক সেনা অফিসার-সহ তিন জওয়ানের মৃত্যু হয়েছে। শনিবার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।
সেনা সূত্রে খবর, এদিন কেরি সেক্টরের টোপা বারাত গালায় সীমান্তরেখা বরাবর ভারতীয় সেনা চৌকি লক্ষ্য করে গুলি চালায় পাক সেনারা। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনারাও। দীর্ঘ সময় ধরে দু’পক্ষের মধ্যে ব্যাপক গুলি বিনিময় হয়। সেই সময়ই এক সেনা অফিসার এবং দুই জওয়ানের গুলি লাগে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের।
নিহত সেনা অফিসারের নাম মেজর প্রফুল্ল। আহত সেনাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেনা সূত্রে আরও জানানো হয়েছে, নিহত সেনারা সকলেই ১২০ ইনফ্যান্ট্রি ব্রিগেডের। ইন্ডিয়া টুডে।
Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ