কারা কর্তৃপক্ষের কাছে দেখা করার অনুমতি চেয়েছেন পরিবারের সদস্যরা।
বুধবার মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডাদেশ পাওয়া জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের রায় পুনর্বিবেচনার আবেদন নাকচ হয়ে যাওয়ার পর বিকেলে কারা কর্তৃপক্ষের কাছে এ আবেদন করা হয়। মুজাহিদের ছেলে আলী আহমেদ মাবরুর এ তথ্য নিশ্চিত করেছেন। মুজাহিদ বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী।
মামলার বিচারিক প্রক্রিয়ার সর্বশেষ ধাপ পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ হয়ে যাওয়ায় এখন শুধু রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়ার সুযোগ রয়েছে মুজাহিদের। এরপরই দণ্ড কার্যকরের বিষয়টি আসবে।
পোস্টটি যতজন পড়েছেন : 513