ওমরাহ করতে গিয়ে ফেরত না আসায় ৯৩টি এজেন্সির বিরুদ্ধে লাইসেন্স বাতিলসহ শাস্তিমূলক ব্যবস্থা সরকারের ২ কোটি থেকে ৫ লাখ টাকা পর্যন্ত জরিমানা
ওমরাহ হজের নামে মানবপাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জরিমানাসহ ৯৩টি হজ এজেন্সির লাইসেন্স বাতিল করেছে সরকার।
আজ বুধবার দুপুর সচিবালয়ে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।
মন্ত্রী জানান, মোট ১০৪টি হজ এজেন্সির বিরুদ্ধে তদন্ত করে সরকার। এর মধ্যে ৯৩টির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের লাইসেন্স বাতিল করা হলো। ইতিমধ্যে বাতিলকৃত হজ এজেন্সির নাম সৌদি সরকারের কাছে পাঠানো হয়েছে বলেও জানান মন্ত্রী।
পোস্টটি যতজন পড়েছেন : 263