দেশের খবরের কাগজগুলোতে একটি পাতা বরাদ্দ থাকে বিনোদন জগতের খবরাখবরের জন্য। এই পাতাটিকে বিনোদন পাতাও বলা হয়ে থাকে। দেশ- বিদেশের বিনোদন দুনিয়ার সব খবর প্রকাশিত হয় এসব পাতায়। তাই এই পাতাটি ঘিরে বিনোদন জগতের বাইরেও সাধারণ পাঠকের রয়েছে ব্যাপক কৌতূহল।
পত্রিকার সেই বিনোদন পাতাকে নিয়েই এই অনুষ্ঠানটি সাজানো হয়েছে ‘রঙিনপাতা’। এনটিভিতে রবিবার রাত রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে অনুষ্ঠানটি। এতে বিনোদন সাংবাদিক হিসেবে উপস্থিত থাকবেন মইনুল হক রোজ এবং সেলিব্রেটি তারকা হিসেবে থাকবেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন পারিহা লিমা।
পোস্টটি যতজন পড়েছেন : 308