[english_date]

আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
গতকাল শনিবার সকালে প্রভাব বিস্তার করাকে কন্দ্রে করে জেলার শৈলকুপা উপজেলার বন্দেখালী গ্রামে আবুল গ্রুপের সাথে নান্নু গ্রুপের সমর্থকদের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের সৃষ্টি হয়েছে। সংঘর্ষে আলম শেখ, (৪০) সোরাফ হোসেন (৫০) ও এক কিশোরীসহ উভয় গ্রুপের ৫ জন গুরুতর ভাবে আহত হয়। আহত ব্যাক্তিদের শৈলকুপা থানা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী সুত্রে জানা গেছে, মুক্তিযোদ্ধা আবূল হোসেনের ভাতার টাকাকে কেন্দ্র করে গত শুক্রবার আলম নামের এক ব্যাক্তিকে একই গ্রামের মস্তোফার বাড়িতে ধরে নিয়ে তাকে মার ধর করে সেই ঘটনার জের ধরে গতকাল সকালে উভয় গ্রুপের সমর্থকরা ঢাল সড়কি রামদা ও দেশিয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। গ্রামের নান্নু নামের এক ব্যাক্তি জানান, প্রভাব বিস্তার করা ও মুক্তিযোদ্ধার টাকা কে কেন্দ্র করে এই সংঘর্ষ। এ ব্যাপারে মালীথিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই সমিরন কুমার জানান, সংঘর্ষ থামাতে পুলিশ মোতায়েন করা হয়েছিল। তবে গ্রামে উভয় গ্রুপের মাঝে উত্তেজনা বিরাজ করছে। সংঘষে ১ টা মটোর সাইকেল ও আলমের বাড়ি ভাংচুর হয় এবং কনক নামের এক ব্যাক্তির ২টা গরু লুট হয় বলে এলাকাবাসী জানায়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ