বিয়ের ভেনু ঠিক হয়ে গিয়েছে অনেক আগেই। কেনাকাটিও প্রায় শেষ পর্বে। আর হবেই বা না কেন? হাতে যে সময় খুব কম। তাই প্রস্তুতি চলছে জোর কদমে। এই জুলাইয়ে ছাদনাতলায় বসতে চলেছেন শাহিদ-মীরা। জানা গিয়েছে, এই বিয়ের মেনুর পাতে থাকছে সব নিরামিষ খাবার।
সূত্রের খবর, মীরা ও শাহিদের পরিবারের সবাই রাধাস্বামী সৎসঙ্গের একনিষ্ঠ ভক্ত।। সেই কারণেই বিয়ের মেনু থেকে বাদ পড়েছে আমিষ। তবে জানিয়ে রাখা ভালো মীরা বা শাহিদ কেউই পছন্দ করেন না নিরামিষ খাবার।
জুলাইয়ের ১০ তারিখে চার হাত এক হবে মীরা-শাহিদের। মীরার ভীড় পছন্দ নয়, তাই মিডিয়া থেকে দূরে একান্তে পরিবার ও ঘনিষ্ঠ কিছু বন্ধু-বান্ধবের উপস্থিতিতে ‘ডেস্টিনেশন অফ দ্য ওয়েডিং’-এর প্ল্যান করেছেন শাহিদ। মুম্বই থেকে দূরে মালয়েশিয়ার ছোট রোম্যান্টিক দ্বীপ ‘বালি’-তে বিয়েটা সারতে চান তিনি।
তবে ধর্মীয় সংগঠন রাধাস্বামী সৎসঙ্গ বিলাসে আলাপ হয়েছিল শাহিদ-মীরার। মীরা দিল্লির বাসিন্দা। দিল্লির এলএসআর কলেজের স্নাতক স্তরে ইংরেজি নিয়ে পড়াশোনা করছেন মীর।