১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

৯ দিনের মাথায় ৩০০ কোটি ঘরে ঢুকল ‘বাহুবলী’

ইতিমধ্যেই এই ছবির গায়ে লেগে গিয়েছে ‘ভারতের ট্রয়’ বা ‘ভারতের হারকিউলিস’-জাতীয় ট্যাগ।  কথাও শোনা যাচ্ছে, এখনও পর্যন্ত এটিই এ দেশের সব থেকে ব্যয়বহুল ছবি। আর সেইদিন বেশি দূরে নয় যখন বক্স-অফিসের সব রেকর্ড ভেঙে ‘বাহুবলী’ হবে দেশের সব থেকে লাভজনক সিনেমা। মাত্র ৯ দিনের মাথায় ৩০০ কোটির ক্লাবে ঢুকে পড়ল ‘বাহুবলী’।

এর আগে ৯ দিনে সর্বোচ্চ আয়ের রেকর্ড ছিল দক্ষিণের কিংবদন্তি তারকা রজনীকান্তের “এনথিরান”-এর। এই সিনেমাটি ২৯০ কোটি টাকার ব্যবসা করেছিল। বাণিজ্যিক বিশ্লেষক ত্রিনাথ জানিয়েছেন, “গতকাল পর্যন্ত বিশ্বজুড়ে ইতিমধ্যেই ৩০৩ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে “বাহুবলী”। এদিকে সিনেমার হিন্দি ভার্সনটি ৫০ কোটির ব্যবসা করে ফেলেছে। এটাও কোনও ডাবিং সিনেমার আয়ের ক্ষেত্রে রেকর্ড।

‘বাহুবলী’-এর বাজেট ছিল ২৫০ কোটি টাকা। ছবিটি তুলতে সময় লেগেছে তিন বছর। ‘বাহুবলী’-তে অভিনয় করেছেন প্রভাস, রানা দুগ্গুবাতি, অনুষ্কা এবং তমন্না। হিন্দি এবং মলয়ালম ভাষায় ছবিটিকে ডাব করাও হয়েছে। ২ ভাইয়ের গল্প নিয়ে তৈরি হয়েছে “বাহুবলী”। বাহুবলীর চরিত্রে অভিনয় করছেন প্রভাস। বল্লালদেবের চরিত্রে রয়েছেন রানা।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ