ব্যাটারি তাড়াতাড়ি ফুরিয়ে যাওয়াটা স্মার্টফোন ব্যবহারকারীদের একটা সাধারণ সমস্যা। মাল্টি-টাস্কিং স্মার্টফোন, সঙ্গে ডেটা সংযোগের কারণে ফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যায়। এবার এই মুশকিলের আসান হতে চলেছে।
বেজিংয়ে গবেষণা করে এমন একটি বিশেষ ব্যাটারি তৈরি করা হয়েছে। দাবি করা হয়েছে যে, এর মাধ্যমে স্মার্টফোনের ব্যাটারি মাত্র ৬ মিনিটে ১০০ শতাংশ রিচার্জ এই ব্যাটারির চারদিকে লাগানো হয়েছে টাইটেনিয়াম ডাইঅক্সাইড অ্যালুমিনিয়াম, যা ব্যাটারির নেগেটিভ ইলেক্ট্রোডের কাজ করবে। কোম্পানির দাবি, লিথিয়াম ব্যাটারির তুলনায় এই ব্যাটারি চারগুণ বেশি সক্ষম।অ্যালুমিনিয়ামে পুরানো লিথিয়াম ব্যাটারি রেখে এই গবেষণা করা হয়। এতে দেখা গিয়েছে, অ্যালুমিনিয়ামে উচ্চক্ষমতা সম্পন্ন পদার্থ রয়েছে।অন্যদিকে, ব্রিটেনের একটি কোম্পানি হাইড্রোজেন ব্যাটারি তৈরি করেছে, যা স্মার্টফোনে ৭ দিন পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম।