১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

৬৮টি কারাগারে সতর্ক অবস্থা জারি

দেশের ৬৮টি কারাগারে সতর্ক অবস্থা জারি করা হয়েছে। সম্প্রতি প্রকাশক ও ব্লগারদের ওপর হামলা এবং কারাগারে মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের কারণেই এই সতর্ক অবস্থা জারি করা হয়েছে বলে কারা অধিদফতর সূত্রে জানা গেছে।

কারা সূত্র জানায়, ঢাকা কেন্দ্রীয় কারাগার ও কাশিমপুর কারাগারসহ সারাদেশের কারাগারে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের এক হাজার নেতাকর্মী বিভিন্ন মামলায় বন্দি আছেন। এছাড়া কাশিমপুর কারাগারে বন্দি আছেন মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত দুই আসামি। সরকারের একটি গোয়েন্দা সংস্থা কারাগারগুলোর ভেতর ও বাইরের অবস্থা পর্যালোচনা করে সতর্ক রাখার পরামর্শ দেয়। এ পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সন্ধ্যায় কারাগারগুলোতে কারা অধিদফতর থেকে সতর্ক বার্তা পাঠিয়ে দেয়া হয়।

উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে গত ১ অক্টোবর মৃত্যু পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায় পুনর্বিবেচনার রিভিউ আবেদনের শুনানি চলছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে। তাদের পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি প্রকাশের ২ দিন আগে গুলশানে ইতালির নাগরিক সিজার তাভেল্লা (৫১) এবং একদিন পরে ৩ অক্টোবর সকালে রংপুরের পল্লীতে জাপানের নাগরিক হোশি কুনিওকে (৬৬) গুলি করে হত্যা করা হয়। আন্তর্জাতিক একটি স্বার্থান্বেষী গোষ্ঠী এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। এ ঘটনার এক মাসের মাথায় গত ৩১ অক্টোবর প্রগতিশীল প্রকাশক ফয়সল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা এবং আরেক প্রকাশক আহমেদুর রশীদ চৌধুরী টুটুল ও দুই লেখক তারেক রহিম, রণদীপম বসুকে কুপিয়ে আহত করা হয়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ