১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

৫০ হাজার কোটি টাকা ছাপিয়ে দেশ চালাচ্ছে সরকার: আমির খসরু

বিদেশে টাকা পাচার করে আওয়ামী লীগ সরকার ৫০ হাজার কোটি টাকা ছাপিয়ে দেশ চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (৪ ফেব্রুয়ারি) ময়মনসিংহের বিভাগীয় সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কিছু সদস্য আওয়ামী লীগকে আইনশৃঙ্খলা রক্ষার কাজ তুলে দিচ্ছে। কিছুদিন পর পুলিশের থানা দখল করবে আওয়ামী লীগ।

আমির খসরু বলেন, সরকারি কর্মকর্তা ও পুলিশ বাহিনী যদি জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনতে চায়, তবে তারা টিকে থাকতে পারবে না।

১০ দফা দাবি আদায়ে প্রতিটি ইউনিয়নে আগামী ১১ ফেব্রুয়ারি সারা দেশে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা করবে বিএনপি জানান তিনি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ