দেশ ছাড়িয়ে বিদেশেও বজরঙ্গি আবেগে ভাসছে সিনেপ্রেমীরা। এক কথায় বক্স দাপিয়ে বেড়াচ্ছে ‘বজরঙ্গি ভাইজান’। ৩০০ কোটির পর এবার ৫০০ কোটির ঘরে ঢুকতে চলেছে ভাইজান। ইতিমধ্যে বিশ্বের বাজারে এই ছবি কালেকশন দাঁড়াল ৪৫০ কোটি টাকা।
মুক্তির পর থেকে এখন পর্যন্ত সিনেমাহলের বাইরে ঝুলছে হাউসফুলের ট্যাগ। কুড়ি দিনের মাথায় দেশের বাজারে ৩০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে ‘বজরঙ্গি ভাইজান’। আমিরের ‘পিকে’-এর পর দ্বিতীয় হিন্দি ছবি যা টপকে ফেলেছে তিনশো কোটির গণ্ডি।
পরিবার থেকে হারিয়ে যাওয়া একটি ছোট পাকিস্তানি মেয়েকে তাঁর দেশে ফিরিয়ে দেওয়ার গল্প ‘বজরঙ্গি ভাইজান’। ছবিতে সলমনের-করিনা ছাড়াও রয়েছে নওয়াজ উদ্দিন সিদ্দিকি৷
পোস্টটি যতজন পড়েছেন : ৩৭৫