সমুদ্রপথে পাচার হওয়া আরও ৪১ বাংলাদেশিকে থাইল্যান্ড থেকে দেশে ফিরিয়ে এনেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় ওই ৪১ বাংলাদেশিকে বহনকারী বিমানের বিজি -081 ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সরকারি সূত্রে জানানো হয়েছে, ফেরত আসা অভিবাসীদের মধ্যে কক্সবাজার জেলার ১৩ জন, ঝিনাইদহের ছয়জন, নরসিংদীর পাঁচজন, সিরাজগঞ্জের পাঁচজন রয়েছেন। থাইল্যান্ডের সুয়ান পুলু ইমিগ্রেশন ডিটেনশন সেন্টার থেকে তাদের দেশে আনা হলো।
আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর জিজ্ঞাসাবাদের পর তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার কথা জানিয়েছে আই ও এম।