অবশেষে কি টনক নড়ল তাদের? বিশ্বজুড়ে নানা মহলে সমালোচিত হওয়ার পর এবার নিজেদের সেনার আকার ছোট করতে উঠে পড়ে লেগেছে আমেরিকা। সদ্য পাওয়া খবর অনুযায়ী, নিজেদের সেনা দল থেকে প্রায় ৪০ হাজার সেনা ছাঁটাই করতে চলেছে তারা। এর ফলে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ৪৯০,০০০ সেনার সংখ্যা কমে বর্তমানে তা হতে চলেছে ৪৫০,০০০। এএফপি সংবাদ সংস্থা তরফে খবর, সেনা ছাঁটাইয়ের এই খবর প্রকাশ হতেই মার্কিন যুক্তরাষ্ট্রে হাহাকার শুরু হয়েছে। অনেকেই সেনা ছাঁটার পিছনে মার্কিন কংগ্রেসের কারসাজি দেখছেন। আবার অনেকে গেল গেল রব তুলেছেন। তাদের দাবি, সেনা ছাঁটাই করার পরে যুদ্ধে হেরে জেতে পারে আমেরিকা। প্রধান শত্রু রাশিয়ার বিরুদ্ধে কীভাবে লড়বে আমেরিকা সেই প্রশ্নটিও উঠে আসছে।
শুধু সেনাই নয় গত কয়েকমাসে প্রায় ১৭ হজার সরকারি কর্মীকে ছাঁটাই করেছে আমেরিকা। নির্বাচনের আগে কম খরচ দেখাতেই এই নয়া উদ্যোগ নিয়েছে ওবামা প্রশাসন।