রাঙ্গামাটির একমাত্র পৌরসভার ৩০ ডিসেম্বরের নির্বাচনে ব্যাপক কারচুপি, চরম অনিয়ম ও প্রশাসনের পক্ষপাতিত্বমূলক ভূমিকা অভিযোগ এনেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)। এর প্রতিবাদে এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের দাবিতে জনসংহতি সমিতির অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে আগামী ৩ জানুয়ারি রাঙামাটি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচির ঘোষণা করেছে সংগঠনটি।
বৃহস্পতিবার দুপুরে সংগঠনটির সহ তথ্য প্রচার সম্পাদক সজীব চাকমার দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই কর্মসূচি ঘোষণা করে দলটি।
সংবাদ বিজ্ঞপিতে বলা হয়, ক্ষমতাসীন আওয়ামী লীগের মেয়র প্রার্থীর কর্মী ও সমর্থকদের কেন্দ্র দখল, নজিরবিহীন জাল ভোট, ব্যাপক কারচুপি ও অনিয়ম, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও কর্মীদের উপর হামলা, প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার, প্রশাসন ও আইন-শৃঙ্খলা কর্তৃপক্ষের পক্ষপাতিত্বের মধ্য দিয়ে রাঙ্গামাটি পৌরসভা নির্বাচন ২০১৫ অনুষ্ঠিত হয়েছে।
গত ২ ডিসেম্বর রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম চুক্তির ১৮ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে ১ জানুয়ারি ২০১৬ থেকে পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবিতে অসহযোগ আন্দোলন শুরু করার ঘোষণা দেন জেএসএস সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা।
























