১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

৩৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ৮ জানুয়ারি

৩৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৮ জানুয়ারি সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা, বরিশাল ও রংপুর কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ দিকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা ডায়ানা ইসলাম সিমা জানান, এই বিসিএসের মাধ্যমে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তার দুই হাজার ১৮০টি পদে লোক নিয়োগ হবে।

৩১ মে প্রকাশিত ৩৬তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার প্রশাসনে ২৫০ জন, পুলিশে ১২০ জন, আনসারে ১৯ জন এবং

সাধারণ ক্যাডারে ৫৪২ জনকে নিয়োগ দেয়া হবে। পাশাপাশি প্রফেশনাল, টেকনিক্যাল এবং প্রফেশনাল/টেকনিক্যাল ক্যাডারে ৭৪০ জন, কারিগরি শিক্ষা ক্যাডারে চার জন, এবং সাধারণ শিক্ষা ক্যাডারে ৮৯৪ জনকে নিয়োগ দেবে সরকার।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ