[english_date]

৩টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ঢাকায় জিম্বাবুয়ে ক্রিকেট দল

৩টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ঢাকায় জিম্বাবুয়ে ক্রিকেট দল, আজ (সোমবার, ২ নভেম্বর) বিকালে এসে পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। বিকাল ৫টা ৮ মিনিটে ঢাকায় পৌঁছে এলটন চিগুম্বুরা বাহিনী।

দিকে, জিম্বাবুয়ের বিপক্ষে সিরজকে সামনে রেখে ইতোমধ্যেই প্রথম দুই ওয়ানডের বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এদিকে পুরো সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।

বাংলাদেশ দল: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন কুমার দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানি, জুবায়ের হোসেন, মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন, কামরুল ইসলাম রাব্বি।

জিম্বাবুয়ে দল: এলটন চিগুম্বুরা (অধিনায়ক), সিকান্দার রাজা, রেগিস চাকাভা, চামু সিবান্দা, টেন্ডাই চিসোরো, গ্রায়েম ক্রেমার, ক্রেইগ আরভিন, লুক জংউই, নেভিল মাদজিভা, ওয়েলিংটন মাসাকাদজা, রিচমন্ড মুতুমবামি, তাউরাই মুজারাবানি, জন নিয়ুম্বু, টিনাসে পানিঙ্গারা, ম্যালকম ওয়ালার এবং শেন উইলিয়ামস।

প্রসঙ্গত, ২ নভেম্বর বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। ৫ নভেম্বর একটি প্রস্তুতি ম্যাচ। ৭, ৯ ও ১১ নভেম্বর সিরিজের ওয়ানডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ১৩ ও ১৫ নভেম্বর হবে দুই ম্যাচে টি-টোয়েন্টি সিরিজ। সবগুলো ম্যাচই হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ