[english_date]

২৭ নভেম্বর টেস্ট ইতিহাসের নতুন অধ্যায়ের সুচনা

অবশেষে অভিষেক হতে চলেছে দিন-রাতের টেস্টের নতুন অধ্যায়ের ৷২৭ নভেম্বর অ্যাডিলেড ওভালে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মধ্যে গোলাপি বলে হবে দিন-রাতের প্রথম ঐতিহাসিক টেস্ট৷
রাতের আলোয় গোলাপি বল দেখার ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে৷ যদিও বল প্রস্তুতকারক সংস্থা কোকাবুরার তরফে জানানো হয়েছে, তারা এমন বল আনছে যা লাল বলের মতো দৃশ্যমান হবে৷ অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক স্টিভ স্মিথের অবশ্য গোলাপি বলে খুশি নন৷ বল দেখতে অসুবিধা হচ্ছে বলে জানান তিনি৷ ক্রিকেট অস্ট্রেলিয়া অবশ্য গোলাপি বলে দিন-রাতের টেস্টের বিশেষ অসুবিধা দেখছে না৷ ক্রিকেট অস্ট্রেলিয়ার মুখপাত্র জানান, ‘গোলাপি বল নিয়ে দীর্ঘদিন পরীক্ষানিরীক্ষা হয়েছে৷ কোনও সমস্যা হবে না৷ কোকাবুরা কোম্পানি প্রায় সাত বছর ধরে গোলাপি বলকে আরও উন্নত করে আসছে৷ শেফিল্ড শিল্ডে আমরা দু’টি মরশুম গোপালি বলে খেলা হয়েছে৷’

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ