২৭ ‘অবৈধ বাংলাদেশি’ হিসেবে আটকে রাখা অভিবাসীকে মুক্ত করেছে মালয়েশিয়ার পুলিশ।তাদের বাটারওর্থ এলাকা থেকে এই বাংলাদেশিদের উদ্ধার করা হয়। বুধবার মালয়েশিয়ার একটি অনলাইন পত্রিকায় প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়।
পেনাংয়ের পুলিশপ্রধান কমান্ডার দাতুক আবদুল গফর রাজাব গতকাল সংবাদ সম্মেলনে জানান, বাটারওর্থ এলাকার দুটি পৃথক জায়গায় বন্দী অবস্থা থেকে এই ২৭ জন ‘অবৈধ বাংলাদেশি’ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। পর্যাপ্ত খাবার না পেয়ে তারা দুর্বল ও অসুস্থ হয়ে পড়েছিলেন ।
তিনি আরও বলেন, এসব ব্যক্তিকে উদ্ধারে প্রথম অভিযানটি চালানো হয় গত মঙ্গলবার তামান দেশা মুরনি এলাকার এক শিল্পাঞ্চলে। সেখান থেকে উদ্ধার করা হয় ১৭ জনকে। আরেক অভিযানে জালান বেগান লালাং নামক স্থান থেকে উদ্ধার করা হয় অপর ১০ জনকে।
আবদুল গফর তাদের কাজের বৈধতা প্রসঙ্গে বলেন, এই ব্যক্তিদের কারও কাছে কাজের অনুমতিপত্র নেই। তবে তাদের সবার সঙ্গে পাসপোর্ট রয়েছে।
২৭ ‘অবৈধ বাংলাদেশি’কে মুক্ত করেছে মালয়েশিয়ার পুলিশ
