কুয়েত মসজিদে হামলা চালানর ঘটনায় ২৬ জনকে গ্রেফতার করেছে কুয়েত প্রশাসন। এদের মধ্যে চারজন মহিলা। প্রত্যেককে জিজ্ঞাসাবাদের জন্য কুয়েত সিটির সর্বোচ্চ জেলে নিয়ে আসা হয়েছে। কুয়েত প্রাশনের তরফে দেরার আল আসৌসির কথায়, গ্রেফতার হওয়া মহিলারাই আক্রমণের প্রধান কাণ্ডারি। এর আগে কুয়েত প্রশাসন এই ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করেছিল। গত সপ্তাহে কুয়েতের শিয়া মসজিদে হামলা হয়। সেই ঘটনায় মৃত্যু হয় ২৭ জনের।
পোস্টটি যতজন পড়েছেন : 248