৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

২৫০ পাক ওয়েবসাইট হ্যাক ভারতীয় যুবকের

লেগে গেল যুদ্ধ। তবে প্রকাশ্যে অস্ত্রে-ক্ষেপণাস্ত্রে নয়। সাইবার দুনিয়ায়। আর নজিরবিহীন এই সাইবার যুদ্ধের সাক্ষী থাকল গোটা দেশ। গত শনিবার রাতে কেরলের ওয়েবসাইট kerala.gov.in হ্যাক করেছিল একদল পাক হ্যাকার। কয়েক ঘণ্টার মধ্যেই একদল ভারতীয় হ্যাকার অন্তত ২৫০টি পাকিস্তানি ওয়েবসাইট হ্যাক করল, যার মধ্যে একটি পাকিস্তানের প্রেসিডেন্টের ওয়েবসাইট।

গত শনিবার একদল পাক নাগরিক যারা নিজেদের -‘ফয়জল ১৩৩৭’ বলে পরিচয় দেয়, কেরল সরকারের ওয়েবসাইটে হানা দেয়। মনে করা হচ্ছে, তারই বদলা নিতে একদল ভারতীয় যুবক পাকিস্তানের ২৫০টি গুরুত্বপূর্ণ ওয়েবসাইট হ্যাক করে। যার মধ্যে পাকিস্তান রেলওয়ে, প্রেসিডেন্টের ওয়েবসাইটও ছিল। ঘটনার দায় স্বীকার করেছে-The Mallu Cyber Soldiers নামে একদল হ্যাকার। পাকিস্তানের বদলা  নিতেই যে এই পালটা হানা- সে কথাও স্বীকার করে নিয়েছে তারা। ফেসবুকে একটি পোস্ট করে এই হ্যাকাররা জানিয়েছে- “পাকিস্তানের ৪৬টি সরকারি ওয়েবসাইট ‘ক্র্যাশ’ করে দেওয়া হয়েছে। ফয়জল ১৩৩৭ নিপাত যাও।”

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ