ইমেইলে হুমকি দেয়া হয়েছে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা বিমানবন্দরকে।ঠিক ২৪ ঘন্টার মধ্যে উড়িয়ে দেয়া হবে। ইমেইলে এই ধরনের হুমকি পেয়ে কলকাতার এনএসসি বোস আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। আন্তর্জাতিক এক গনমাধ্যম থেকে এই খবর পাওয়া যায়। হুমকি পাওয়ার বিষয়ে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ বিমানবন্দর পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করেছে।
খবরে বলা হয়েছে, বিমানবন্দর ব্যবস্থাপকের ইমেইল ঠিকানায় আজ রবিবার সকালে একটি বার্তা পাঠানো হয়। সেখানেই ওই হুমকি দেয়া হয়েছে।সেখান থেকে জানা যায়, ইমেইলটি জার্মানি থেকে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট সাইবার অপরাধ টিম ওই ইমেইলের বিষয়বস্তুর সত্যতা যাচাই করছে। পাশাপাশি, নিরাপত্তা সংস্থাগুলো বিমানবন্দরের আশেপাশে ও ভেতরে উপস্থিতি ও নজরদারি জোরদার করেছে। কর্তব্যরত কর্মকর্তারা জানিয়েছেন, যাত্রীদের লাগেজ ও গাড়ি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হচ্ছে। তল্লাশি চালানো হচ্ছে বিমানবন্দরের বিভিন্ন অংশে।তাছাড়া নিরাপত্তা প্রহরীদের সর্বদা সচেতন থাকতে বলে হয়েছে।