হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২১টি স্বর্ণবারসহ দুই বন্ধুকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন। উদ্ধার স্বর্ণের ওজন ২ কেজি ১০০ গ্রাম (২১০ ভরি)।
আটক আবু ইউসুফ আলীর (৩১) কাছ থেকে ৯টি স্বর্ণবার এবং মাসুদ মিয়ায় (৩৮) কাছ থেকে ১২টি বার উদ্ধার করা হয়।
তাদের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলায়। গতকাল বৃহস্পতিবার তারা রাত ২টার দিকে এয়ার এশিয়ার একটি ফ্লাইটে (একে-৭১) করে দুবাই থেকে বাংলাদেশে আসেন।
আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার (এএসপি) তানজিনা আক্তার জানান, ওই দু’জনকে কেনপি-২ এলাকা থেকে আটক করা হয়। তাদের ব্যাগ তল্লাশি করে হ্যান্ডব্যাগে মোট ২১টি স্বর্ণবার পাওয়া যায়। প্রতিটি স্বর্ণবারের ওজন ১০০ গ্রাম। যার বাজারমূল্য প্রায় ৯৫ লাখ টাকা। আটকদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
পোস্টটি যতজন পড়েছেন : ২০৬