[english_date]

২০২৩ সাল থেকে পাকিস্তান ছেড়েছে ৮ লাখের বেশি আফগান

২০২৩ সালের সেপ্টেম্বর মাস থেকে আট লাখ ৬০ হাজারেরও বেশি আফগান পাকিস্তান ছেড়েছেন। যার মধ্যে পাঁচ লাখেরও বেশি খাইবার পাখতুনখাওয়া সীমান্ত দিয়ে আফগানিস্তানে প্রবেশ করেছে।

পাকিস্তান সরকার ও জাতিসংঘের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য ডন।
২০২৩ সাল থেকে ধাপে ধাপে পাকিস্তান সরকার দেশটিতে অবৈধভাবে বসবাসকারী আফগান নাগরিকদের ফেরত পাঠাচ্ছে। চলতি বছরে শুরু হওয়া দ্বিতীয় ধাপে, আফগান নাগরিক কার্ড (এসিসি) বহনকারী নিবন্ধিত আফগান শরণার্থীদের ১ এপ্রিলের মধ্যে পাকিস্তান ত্যাগ করতে বলা হয়েছিল।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) -এর প্রকাশিত তথ্য অনুসারে, ২০২৩ সালের ১৫ সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের ৫ এপ্রিল পর্যন্ত ৮ লাখ ৬১ হাজার ৭৬৩ জন আফগান দেশে ফিরে এসেছেন।

সরকারি তথ্য অনুসারে, খাইবার পাখতুনখোয়ার দুটি ক্রসিং দিয়ে পাঁচ লাখেরও বেশি লোক পাকিস্তান ত্যাগ করেছে।

সরকারি তথ্য অনুসারে, গত শুক্রবার (১১ এপ্রিল) ৪ হাজার ৯০৮ জন আফগান শরণার্থী পাকিস্তান ত্যাগ করেছেন। যাদের মধ্যে ২ হাজার ৪৭৫ জনের এসিসি ছিল এবং তারা পাকিস্তানে বৈধভাবে বসবাস করছিলেন। তাদের মধ্যে, প্রায় ২ হাজার ১২৫ জন স্বেচ্ছায় দেশ ত্যাগ করেছেন, আর ৩৫০ জনকে তোরখাম সীমান্ত দিয়ে বহিষ্কার করা হয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী,এসিসি ছাড়াও শুক্রবার পাকিস্তানে অবৈধভাবে বসবাসকারী এবং কোনও কাগজপত্র ছাড়াই বসবাসকারী প্রায় ২,৪৩৩ জন আফগান নাগরিকও দেশ ত্যাগ করেছেন। তাদের মধ্যে ১,৯১৩ জন স্বেচ্ছায় দেশ ত্যাগ করেছেন, আর ৫২০ জনকে তোরখাম সীমান্ত দিয়ে দেশ ত্যাগ করা হয়েছে।

২০২৩ সালের সেপ্টেম্বর থেকে ৫ লাখেরও বেশি আফগান নাগরিক কেপির দুটি সীমান্ত ক্রসিং দিয়ে পাকিস্তান ত্যাগ করেছেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ