এখনো অন্ধকারে আছে গোলাপগঞ্জ-বিয়ানীবাজার এলাকা। তবে আর বেশিদিন অপেক্ষা নয়। মাত্র ৩ বৎসর,এমনটাই জানালেন আমাদের শিক্ষামন্ত্রী। ২০১৯ সালের মধ্যে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার উদ্যোগে মন্ত্রীকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে পৃথক দুইটি কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান ও আইসিটি ভবন গড়ে তোলা হবে। তিনি গোলাপগঞ্জ পৌরসভার উন্নয়নে সম্ভব সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।পৌর কাউন্সিলর রুহিন আহমদ খানের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর পরিচালক ও সেক্রেটারি, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, গোলাপগঞ্জ সদর ইউনিয়ন চেয়ারম্যান লুৎফুর রহমান, কাউন্সিলর হেলালুজ্জামান হেলাল, কাউন্সিলর ফজলুল আলম, ফুলবাড়ী এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব আজমল আলী, তরুণ সমাজসেবী ও ব্যবসায়ী রুহেল আহমদ ও মাওলানা আব্দুল মালিক।