দেশের মাটিতে আরো একটি সিরিজ জেতার অপেক্ষায় যখন বাংলাদেশের ষোল কোটি মানুষ, ঠিক তখন নিরাপত্তার অযুহাতে সিরিজ বাতিল করেছে অস্ট্রেলিয়া। তবে অস্ট্রেলিয়া সিরিজ বাতিল করলেও আইসিসি আগামী ২০১৭ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণকারী দল ও গ্রুপের তালিকা প্রকাশ করেছে। চারটি করে দল নিয়ে দুটি আলাদা গ্রুপের মধ্যে গ্রুপ ‘এ’ রয়েছে বাংলাদেশ।
২০০৬ সালের পর এবারই প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যাচ্ছে বাংলাদেশ। ওয়ানডে র্যাংকিংয়ে বর্তমানে বাংলাদেশের অবস্থান সাত-এ, টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে পেছনে রয়েছে যথাক্রমে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে। বাংলাদেশ সুযোগ পাওয়ায় সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা ওয়েস্ট ইন্ডিজ বাদ পড়ছে। যদিও শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে পাকিস্তান হঠাৎ জ্বলে না উঠলে তাদের পরিণতি বিনিময় হতে পারত ওয়েস্ট ইন্ডিজের সাথে!
গত বছরের শেষদিক থেকে দুর্দান্ত ক্রিকেট খেলছে বাংলাদেশ। স্মরণীয় বিশ্বকাপকে মাঝখানে রেখে বাংলাদেশ টানা ৪টি সিরিজ জিতেছে জিম্বাবুয়ে, পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ধারাবাহিক ভালো পারফরমেন্সের প্রভাব পড়েছে র্যাংকিংয়ে, ৯ থেকে টাইগাররা উঠে এসেছে ৭-এ। এরই ফলস্বরূপ জায়গা মিলেছে সম্মানজনক টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ২০০৬ সালে বাংলাদেশ এই টুর্নামেন্টে সুযোগ পেয়েছিল টেস্ট খেলুড়ে দেশ হিসেবে। তবে এবার নিজেদের যোগ্যতা ও দক্ষতা দিয়েই টুর্নামেন্টে জায়গা করে নিয়েছে মাশরাফি বিন মুর্তজার দল।
২০১৭ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ প্রকাশ
গ্রুপ– এ: বাংলাদেশ, ইন্ডিয়া, ইংল্যান্ড, দক্ষিন আফ্রিকা।
গ্রুপ– বি: নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলংকা, অস্ট্রেলিয়া।