৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

২০১৪ সালে সরকার গঠনের পর প্রথম ইউরোপ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার নেদারল্যান্ডস সফরে যাচ্ছেন। দেশটির প্রধানমন্ত্রী মার্ক রুটের আমন্ত্রণে এ সফরে যাচ্ছেন তিনি। ২০১৪ সালের জানুয়ারিতে সরকার গঠনের পর ইউরোপে এটিই তার প্রথম সরকারি সফর। রোববার বিকেলে পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।
পররাষ্ট্রমন্ত্রী জানান, সফরে সরকারি-বেসরকারি পর্যায়ে গুরুত্বপূর্ণ স্মারক স্বাক্ষর ছাড়াও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হবেন ২৫ সদস্যের একটি প্রতিনিধি দল। এছাড়া, ১৯ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধি দলও প্রধানমন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডসে যাবেন।

দ্বিপাক্ষিক এ সফর শেষে আগামী ৬ নভেম্বর দেশে ফিরবেন তিনি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ