১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

২০১১ তে  হারিয়ে যাওয়া প্রতিভা ২০১৫ তে ফিরেছে টি ২০ ক্রিকেটে

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ হয়েছে গতকাল। কাল শুরু দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।২০ ওভার ফরমেটের জন্য গতকাল রাতে ১৪ সদস্যের দল ঘোষনা করেছেন নির্বাচকরা। চার বছর পর টি-টোয়েন্টি দলে ফিরলেন ইমরুল কায়েস। ২০১১ সালের নভেম্বরে জাতীয় দলের হয়ে সর্বশেষ  টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন তিনি।

সাকিব আল হাসানের অনুপস্থিতির কারণে ওয়ানডে দলে সুযোগ পেয়ে টানা দুই ম্যাচে ‘বিগ হাফ সেঞ্চুরি, করেন কায়েস। টানা ব্যর্থ হলেও দলে রাখা হয়েছে লিটন কুমার দাসকে। দলে ফিরেছেন এনামুল কহ বিজয়, মাহমুদউল্লাহ রিযাদ ও আল আমিন। কাল মিরপুরে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ শুরু হবে বিকাল ৫টায়। পরের ম্যাচ ১৫ নভেম্বর।

টি-টোয়েন্টি বাংলাদেশ স্কোয়াড: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, এনামুল হক বিজয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, নাসির হোসেন, সাব্বির রহমান রুম্মান, জুবায়ের হোসেন লিখন, আরাফাত সানি, আল আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান, কামরুল ইসলাম রাব্বি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ