অবৈধভাবে সাপ সংরক্ষণ ও এর বিষের ব্যবসায় পরিচালনার দায়ে ১ ব্যবসায়ীকে ১ বছরের কারাদণ্ড দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ড দেয়া হয়।মঙ্গলবার বেলা বারোটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে, কেরানীগঞ্জের আটিবাজারের ঘাটারচর এলাকার একটি বাড়ি থেকে বাবুল মিয়া নামে একজনকে আটক করে র্যাব দুই। এসময় তার কাছ থেকে বিভিন্ন প্রজাতির ১৭ টি গোখরা সাপ উদ্ধার করা হয়। র্যাবের দাবি বেশ কিছুদিন ধরে অবৈধ ভাবে সাপ সংরক্ষণ করে এর বিষ বিক্রি করে আসছিল সে।পরে বন্য প্রাণী সংরক্ষণ আইন অনুসারে তাকে কারাদণ্ড ও অর্থ জরিমানা করা হয়। উদ্ধার হওয়া সাপ বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
পোস্টটি যতজন পড়েছেন : ২১৮