১৭তম অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবল আসরের আয়োজক হতে যাচ্ছে ভারত। ২০১৭ সালে ভারতের ৬টি ভেন্যুতে বসবে ফুটবলের এই মহাযজ্ঞ।
ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা আনুষ্ঠানিকভাবে এই খবর নিশ্চিত করেছে। এবারই প্রথম ভারতে হতে যাচ্ছে বিশ্ব ফুটবলের জাঁকজমক এই আসর।
বিশ্ব ক্রিকেটে অন্যতম চেনা পরাশক্তি ভারত। কিন্তু, ক্রিকেটের সাফল্যের ছোঁয়া ফুটবলে সেভাবে রূপান্তর ঘটেনি। দক্ষিণ এশিয়ার ফুটবল আসরগুলোতেও ভারতের তেমন দাপট চোখে পড়ে না।
ভারতের ফুটবল উন্নয়নে শেষ কয়েক বছরে নিয়মিত হচ্ছে ইন্ডিয়ান সুপার লিগ। তবে, এবারই প্রথমবারের মতো ভারতের মাটিতে বসছে ফিফা ক্যালেন্ডারে তৃতীয় সর্বোচ্চ আসর অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবল।
২৪টি দেশ, ৫২টি ম্যাচ আর ৬টি ফিফা অনুমোদিত ভেন্যুতে ২০১৭ সালে বসবে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবল আসর
পোস্টটি যতজন পড়েছেন : ৭৪