১৩ জুলাই থেকে ঈদে ঘরমুখো যাত্রীদের বাসের আগাম টিকিট দেয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। রাজধানীর গাবতলি, কল্যাণপুর ও শ্যামলী কাউন্টার থেকে দেয়া হবে এসব টিকিট। আর, এবারই প্রথম মহাখালী টার্মিনাল থেকে ৪ জেলার যাত্রীদের জন্য টিকিট ছাড়া হচ্ছে।
গাবতলি, শ্যামলী ও কল্যাণপুরের বড় বড় পরিবহনের কাউন্টারগুলোর প্রস্তুতি অগ্রিম টিকিট ছাড়ার জন্য। কয়েকদিন আগে থেকেই ব্যানার টানিয়ে তারা জানান দিচ্ছেন তারিখ ও স্থানসহ অন্যান্য বিষয়ে। এবারও মূল টার্মিনালের ভিড় এড়াতে বেশ কয়েকটি জায়গা থেকে আলাদাভাবে টিকিট দেয়ার ব্যবস্থা করেছেন বলে দাবি সংশ্লিষ্টদের। বিগত সময়ে মহাখালীর কোনো কাউন্টার থেকে আগে ভাগে টিকিট দেয়া না হলেও এবার আগাম টিকিট ছাড়া হবে। রংপুর, সিলেট, রাজশাহী ও বগুড়া রুটের যাত্রীরা এ টিকিট নিতে পারবেন ১২ জুলাই থেকে।
এছাড়া সায়েদাবাদ, যাত্রাবাড়ী, গুলিস্তান, নয়াবাজার থেকে স্বল্প দূরত্বের রুটের জন্য অগ্রিম টিকিট না থাকলেও পর্যাপ্ত সংখ্যক গাড়ি সরবরাহের দাবি মালিকদের। বাংলাদেশ সড়ক পরিবহনের মালিক সমিতির সহ-সভাপতি আবুল কালাম আজাদ বলেন, ‘১২ জুলাই থেকে দূরপাল্লার অগ্রিম টিকিট ছাড়া হবে। আর স্বল্প দূরত্বের রুটের জন্য পর্যাপ্ত সংখ্যক গাড়ি সরবরাহ আছে।’
অন্যদিকে, সবগুলো কাউন্টার এবং নিজস্ব ডিপোতে চলছে বাসগুলোর বিভিন্ন প্রস্তুতির কাজ। প্রতিটি গাড়ির আসন সংখ্যা নির্ধারণ ফিটনেস তৈরিতে চলছে এসব কার্যক্রম। বাস মালিকরা জানান, একজন যাত্রী তিনটি করে টিকিট নিতে পারবেন। নির্ধারিত তারিখে সকাল সাড়ে ছয়টা কাউন্টারগুলো থেকে টিকিট সংগ্রহ করা যাবে।