[english_date]

১২টি দেশে ৩৮ বার বিয়ে একই দম্পতির, দেখুন ভিডিও সহ

রিয়ান উডইয়ার্ড এবং চিতাহ প্লাট দম্পতি ৮৩ দিনে বিশ্বের ১২ টি দেশে ৩৮ বার বিয়ে করার এক মিশনে বের হয়েছেন। এরা দুজনই শারীরিক কসরতে পরদর্শী শিল্পী। তবে বিশ্বাস করুন আর না-ই করুন, এই ৩৮ টা বিয়ের খরচ একটা বিয়ের খরচের চেয়েও কম!

একাজে তাদের খরচ হবে দশ হাজার ডলারেরও কম!

কিন্তু কিভাবে?

তারা বিভিন্ন দেশের যেসব স্থানে বিয়ে করবেন, সেগুলোর কোনো ভাড়া নেই। বিয়ের যাবতীয় আয়োজন করবে ওইসব দেশে তাদের বন্ধু বান্ধব ও আত্নীয় স্বজনেরা। এ দম্পতিকে শুধু তাদের বিমান এবং ট্রান্সপোর্টেশনের খরচটা বহন করতে হবে।

মেট্রো.কমকে উডইয়ার্ড বলেন, ‘আমাদের বন্ধু বান্ধব ও আত্নীয় স্বজনরা আমাদের দারুণ সাহায্য করেছেন। অনেকে আমাদের বলেছেন, তারা গিফট দিতে চান। তারা হানিফান্ড.কম এ রেজিস্ট্রি করে তাদের অর্থ দিতে পারেন, তা দিয়ে আমরা মরোক্কোয় এক রাত থাকতে পারবো বা কেনিয়ায় একটি সাফারিতে সময় কাটাতে পারবো।’

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ