[english_date]

১১০ ফিলিস্তিনির বিনিময়ে আজ ৮ জিম্মিকে ছাড়ছে হামাস

যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) আরও ৮ জিম্মিকে মুক্তি দেবে হামাস। বিনিময়ে ১১০ জন ফিলিস্তিনিকে ছাড়বে ইসরাইল।
আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মুক্তি পেতে যাওয়া ১১০ ফিলিস্তিনির মধ্যে ৩০ জনের বয়স ১৮ বছরের নিচে। এছাড়া ৩২ জনের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের রায় ছিল। আর ৪৮ জন বিভিন্ন মেয়াদে সাজা খাটছিলেন ইসরাইলের কারাগারে।

একইদিনে হামাসের হাতে জিম্মি থাকা ৮ বন্দিও মুক্তি পাবে। যাদের মধ্যে তিন ইসরাইলি এবং পাঁচজন থাইল্যান্ডের নাগরিক।

এদিকে, দীর্ঘ ১৫ মাসের যুদ্ধের পর গাজার উত্তরাঞ্চলে ফিরতে শুরু করেছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। আল জাজিরা বলছে, গত ৭২ ঘণ্টায় পাঁচ লাখেরও বেশি মানুষ উপত্যকাটির উত্তরাঞ্চলে ফিরে গেছেন। এর আগে, গেল সোমবার ইসরাইলি সেনারা কিছু নির্দিষ্ট রুট দিয়ে নাগরিকদের ফিরে যাওয়ার অনুমতি দেয়। প্রথমে শুধুমাত্র হেঁটে প্রবেশের অনুমতি দেয়া হলেও, পরে গাড়ি ও অন্যান্য যানবাহন চলাচলের অনুমতি দেয়া হয়।

তবে ঘরে ফেরা ফিলিস্তিনিরা চরম মানবিক সংকটের মুখে পড়ছেন। অনেকেই পানি ও খাবার সংকটের পাশাপাশি আশ্রয়ের অনিশ্চয়তার কারণে কেন্দ্রীয় গাজায় ফিরে যেতে বাধ্য হচ্ছেন।

 

অন্যদিকে, গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও ফিলিস্তিনিদের ওপর থামছে না ইসরাইলি বর্বরতা। অধিকৃত পশ্চিম তীরে আবারও হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। বুধবার (২৯ জানুয়ারি) অঞ্চলটিতে বিমান থেকে গোলা ফেলে তারা। এতে হতাহত হয়েছেন বহু ফিলিস্তিনি।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, ‘সন্ত্রাসী গোষ্ঠীর’ অবস্থান লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ