বাংলাদেশ ক্রিকেট দলের রঙ্গিন জার্সির অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আজ শনিবার দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নিয়েছেন । মূলতঃ ছক্কা নির্ভর তার লিস্ট ‘এ’ ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটি ছিল । কারণ ১০৪ রানের ইনিংসে মাত্র ২টি চারের বিপরীতে এদিন ১১টি ছক্কা হাঁকিয়েছেন এই তারকা ক্রিকেটার।
একই সঙ্গে মাশরাফি দুটি রেকর্ড গড়লেন । তিনি ঢাকার ক্রিকেটে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরিটা করে ফেললেন । একই সঙ্গে ঢাকাই ক্রিকেটে এক ইনিসে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ডও দখলে নিয়ে নিলেন মাশরাফি।
অধিনায়ক মাশরাফি যত বড় নাম; এবারের ঢাকা প্রিমিয়ার লিগে তার দল কলাবাগান ক্রীড়া চক্র তত বড় নাম নয়। একমাত্র তিনি আর বোলার আবদুর রাজ্জাক ছাড়া আর বলার মত কোন তারকা নেই। ব্যাটসম্যানদের ব্যর্থতায় কলাবাগান আগের ছয় ম্যাচে জয় পেয়েছেন মাত্র একটিতে। আর তাই এদিন ব্যাটসম্যানদের ঘাটতি পোষাতে মাশরাফি ব্যাট হাতে নেমে গেলেন ছয় নম্বরে। নেমেই ঝড় তুললেন শেখ জামালের বোলারদের ওপর। খেললেন ১০৪ রানের টর্নেডো ইনিংস। মাত্র ৫১ বলে ২টি চারের বিপরীতে ১১টি ছক্কা হাঁকিয়ে এ রান করেন তিনি।
তবে ছক্কার ফুলঝুরি ছড়ানো মাশরাফির ইনিংস থামে শফিউলের বলে। ৪৯তম ওভারে আরও একটি ছক্কা মারতে গিয়ে মার্শাল আইয়ুবের হাতে ধরা পড়েন তিনি। তবে তার আগে কাজের কাজটি করে গেছেন তিনি। তার এ সেঞ্চুরিতে ভোর করেই ৩১৬ রানের বড় সংগ্রহ পেয়েছে কলাবাগান।